
কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (CPGCBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (CPGCBL), বাংলাদেশ সরকারের একটি শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান, সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৩টি ভিন্ন পদে মোট ৩৭ জন যোগ্য প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে।
আপনি যদি সরকারি চাকরিতে আগ্রহী হন এবং নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হন, তবে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। আবেদন করার আগে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
একনজরে CPGCBL নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম | কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড (CPGCBL) |
---|---|
পদের সংখ্যা | ১৩ টি |
লোকবল | ৩৭ জন |
আবেদনের মাধ্যম | অনলাইন (Teletalk) |
আবেদন ফি | ১০০/- টাকা |
অফিশিয়াল ওয়েবসাইট | www.cpgcbl.gov.bd |
আবেদনের ওয়েবসাইট | cpgcbl.teletalk.com.bd |
পদের বিস্তারিত বিবরণ
১. ফোরম্যান
- পদসংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: গ্রেড-১২ (মূল বেতন: ২৮,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি পাশসহ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কোর্স এবং ১২ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাশসহ ১৫ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ৩৫-৫০ বছর।
২. জেটি ক্রেন অপারেটর
- পদসংখ্যা: ০৬ টি
- বেতন স্কেল: গ্রেড-১৪ (মূল বেতন: ২৩,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) পাশসহ ক্রেন চালনায় ৪ বছরের অভিজ্ঞতা ও বৈধ লাইসেন্স। অভিজ্ঞদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- বয়স: ২২-৩৫ বছর।
৩. রিক্লেইমার/স্ট্যাকার অপারেটর
- পদসংখ্যা: ০৩ টি
- বেতন স্কেল: গ্রেড-১৫ (মূল বেতন: ২০,০০০/- টাকা)
- যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
- বয়স: ২২-৩৫ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর)।
৪. গাড়িচালক
- পদসংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: গ্রেড-১৬ (মূল বেতন: ১৮,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি পাশসহ ট্রেড কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা অথবা এসএসসি পাশসহ ৪ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩৫ বছর।
৫. টেকনিশিয়ান (এসটিজি/বয়লার)
- পদসংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: (বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই)।
৬. ইন্সট্রুমেন্ট মেকানিকস
- পদসংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাশসহ সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩৫ বছর।
৭. ওয়েল্ডার
- পদসংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি পাশসহ ওয়েল্ডিং ট্রেড কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩৫ বছর।
৮. ফিটার
- পদসংখ্যা: ০৪ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) পাশসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা অথবা বিদ্যুৎ ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩৫ বছর।
৯. ইলেকট্রিশিয়ান/টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
- পদসংখ্যা: ০৩ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি পাশসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স ও ২ বছরের অভিজ্ঞতা অথবা বিদ্যুৎ ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩৫ বছর।
১০. অ্যাটেন্ডার উচ্চতার
- পদসংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল/বিজ্ঞান) পাশ এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২০-৩২ বছর।
১১. টেকনিশিয়ান (আইসিটি)
- পদসংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: গ্রেড-১৭ (মূল বেতন: ১৭,০০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) পাশসহ কম্পিউটার সার্ভিসিং-এ ৪ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২২-৩৫ বছর।
১২. নিরাপত্তা সহায়ক/প্রহরী
- পদসংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: গ্রেড-১৯ (মূল বেতন: ১৪,৪০০/- টাকা)
- যোগ্যতা: এসএসসি পাশ। উচ্চতা ন্যূনতম ৫’-৪”। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অগ্রাধিকার।
- বয়স: ১৮-৩২ বছর।
১৩. রাজমিস্ত্রী/মেশন
- পদসংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: গ্রেড-১৯ (মূল বেতন: ১৪,৪০০/- টাকা)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পাশ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
- বয়স: ১৮-৩২ বছর।
আবেদনের সাধারণ শর্তাবলী ও সুবিধা
- সুবিধাসমূহ: সিপিজিসিবিএল পে-স্কেল-২০১৬ অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
- চাকরির ধরণ: প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ। কর্মমূল্যায়নের ভিত্তিতে ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে।
- সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
- শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
১. প্রথমে http://cpgcbl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
২. আবেদন ফরম সাবমিট করার পর Teletalk pre-paid সিমের মাধ্যমে ১০০ টাকা আবেদন ফি হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
৩. ফি জমা দেওয়ার পরেই কেবল আবেদনটি চূড়ান্ত বলে গণ্য হবে।
৪. সফলভাবে আবেদন সম্পন্ন হলে User ID ও Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
Leave a Reply