
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫: ১২টি পদে চাকরির সুযোগ
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১২টি ভিন্ন পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এই সুযোগটি আপনার জন্য। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
নিচে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখসহ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ ২০২৫ (একনজরে)
প্রতিষ্ঠানের নাম | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড |
---|---|
পদের সংখ্যা | ১২টি |
মোট পদসংখ্যা | ২৭টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন শুরু | ২৩ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০:০০টা) |
আবেদনের শেষ তারিখ | ২২ অক্টোবর ২০২৫ (বিকাল ০৫:০০টা) |
আবেদন ওয়েবসাইট | http://bbal.teletalk.com.bd |
অফিসিয়াল ওয়েবসাইট | www.biman-airlines.com |
পদের নাম, সংখ্যা ও বিস্তারিত যোগ্যতা
১. জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার
- পদের নামঃ জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার
- পদসংখ্যাঃ ০২টি
- বেতন স্কেলঃ টা: ২২,৫০০ – ৩৪,২১০/-
- যোগ্যতাঃ বিজ্ঞান বিষয়ে স্নাতকসহ নির্ধারিত জিপিএ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান ও ভালো টাইপিং দক্ষতা আবশ্যক।
২. বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট (এমটিফিন্যান্স)
- পদের নামঃ বাংলাদেশ অ্যাকাউন্টেন্ট (এমটিফিন্যান্স)
- পদসংখ্যাঃ ০২টি
- বেতন স্কেলঃ টা: ১৫,৯০০ – ৩৮,৪০০/-
- যোগ্যতাঃ বিবিএ (অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতকসহ নির্ধারিত জিপিএ থাকতে হবে এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে।
৩. প্ল্যানিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট
- পদের নামঃ প্ল্যানিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যাঃ ০১টি
- বেতন স্কেলঃ টা: ২২,৫০০ – ৩৪,২১০/-
- যোগ্যতাঃ বিবিএ বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ নির্ধারিত জিপিএ থাকতে হবে। স্টোর ম্যানেজমেন্টে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪. জুনিয়র ট্রেইনার কাম অ্যাপ্রেন্টিস
- পদের নামঃ জুনিয়র ট্রেইনার কাম অ্যাপ্রেন্টিস
- পদসংখ্যাঃ ০১টি
- বেতন স্কেলঃ টা: ১২,৫০০ – ৩০,২৩০/-
- যোগ্যতাঃ বিজ্ঞান বিষয়ে এইচএসসি পাশ এবং ট্র্যাফিক/এয়ারপোর্ট স্টোরের কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
৫. মেস অ্যাসিস্ট্যান্ট
- পদের নামঃ মেস অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যাঃ ০১টি
- বেতন স্কেলঃ টা: ১২,৫০০ – ৩০,২৩০/-
- যোগ্যতাঃ ডিগ্রি পাশসহ টেকনোলজিতে ৪ বছরের ডিপ্লোমা/ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।
৬. জুনিয়র ফটোগ্রাফার
- পদের নামঃ জুনিয়র ফটোগ্রাফার
- পদসংখ্যাঃ ০১টি
- বেতন স্কেলঃ টা: ১২,৫০০ – ৩০,২৩০/-
- যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক এবং ফটোগ্রাফিতে ন্যূনতম ৩ মাসের কোর্স সার্টিফিকেট/ডিপ্লোমা।
৭. সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)
- পদের নামঃ সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)
- পদসংখ্যাঃ ০৫ টি
- বেতন স্কেলঃ টা: ১২,৫০০ – ৩০,২৩০/-
- যোগ্যতাঃ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিসহ নির্ধারিত জিপিএ এবং কম্পিউটার জ্ঞান আবশ্যক।
৮. ইনচার্জ স্যুপার মার্কেট
- পদের নামঃ ইনচার্জ স্যুপার মার্কেট
- পদসংখ্যাঃ ০১ টি
- বেতন স্কেলঃ টা: ১১,০০০ – ২৬,৫৯০/-
- যোগ্যতাঃ যেকোনো বিষয়ে ডিগ্রি। বিবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার। ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
৯. জুনিয়র মেকানিক (এমটি)
- পদের নামঃ জুনিয়র মেকানিক (এমটি)
- পদসংখ্যাঃ ০৬ টি
- বেতন স্কেলঃ টা: ১১,০০০ – ২৬,৫৯০/-
- যোগ্যতাঃ মেকানিক্যাল/অটোমোবাইল/ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।
১০. জুনিয়র স্টোর কিপার (এমটি)
- পদের নামঃ জুনিয়র স্টোর কিপার (এমটি)
- পদসংখ্যাঃ ০১ টি
- বেতন স্কেলঃ টা: ১১,০০০ – ২৬,৫৯০/-
- যোগ্যতাঃ ন্যূনতম এইচএসসি/সমমান বা ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান (MS Word & Excel) থাকতে হবে।
১১. জুনিয়র ক্লার্ক কাম্ অ্যাসিস্ট্যান্ট (এমটি)
- পদের নামঃ জুনিয়র ক্লার্ক কাম্ অ্যাসিস্ট্যান্ট (এমটি)
- পদসংখ্যাঃ ০২ টি
- বেতন স্কেলঃ টা: ১১,০০০ – ২৬,৫৯০/-
- যোগ্যতাঃ ন্যূনতম এইচএসসি/সমমান বা ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান (MS Word & Excel) থাকতে হবে।
১২. জুনিয়র অপারেশনাল (এমটি)
- পদের নামঃ জুনিয়র অপারেশনাল (এমটি)
- পদসংখ্যাঃ ০১ টি
- বেতন স্কেলঃ টা: ১১,০০০ – ২৬,৫৯০/-
- যোগ্যতাঃ ন্যূনতম এইচএসসি/সমমান বা ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান (MS Word & Excel) থাকতে হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ ২০২৫: আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে উল্লেখ করা হলো:
আবেদন করার সাধারণ নিয়মাবলি:
- বয়সসীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- আবেদন ওয়েবসাইট: http://bbal.teletalk.com.bd
- ছবি ও স্বাক্ষর: অনলাইন আবেদনে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে আপলোড করতে হবে।
SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়ম:
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- আবেদন ফি:
- ক্রমিক নং ১ থেকে ৭ পদের জন্য: ৩৩৫/- টাকা।
- ক্রমিক নং ৮ থেকে ১২ পদের জন্য: ২২৩/- টাকা।
- প্রথম SMS:
BBAL8 <Space> User ID
লিখে 16222 নম্বরে প্রেরণ করুন। - দ্বিতীয় SMS:
BBAL8 <Space> Yes <Space> PIN
লিখে 16222 নম্বরে প্রেরণ করুন।
গুরুত্বপূর্ণ নোট: পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
- আবেদন শুরুর তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫
- অনলাইন আবেদন লিঙ্ক: http://bbal.teletalk.com.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: www.biman-airlines.com
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেট পেতে নিয়মিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
Leave a Reply