
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BAEC Job Circular 2025
চাকরির খবর প্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)। সম্প্রতি প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের ১১টি ভিন্ন পদে মোট ৩৭ জনকে নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যারা সরকারি প্রতিষ্ঠানে স্থিতিশীল ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আবেদন করার পূর্বে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন।
উল্লেখ্য, যারা এর আগে ১৮/০২/২০২০ খ্রি. তারিখে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই।
একনজরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ ২০২৫
- প্রতিষ্ঠান: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (BAEC)
- পদের সংখ্যা: ১১টি
- মোট লোকবল: ৪১ জন
- আবেদন মাধ্যম: অনলাইন
- আবেদন শুরু: ০৪ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০:০০টা)
- আবেদন শেষ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বিকাল ০৫:০০টা)
- অফিসিয়াল ওয়েবসাইট: www.baec.gov.bd
- আবেদন লিংক: http://baec.teletalk.com.bd
পদের নাম ও বিস্তারিত বিবরণ
১. পদের নামঃ প্রিন্সিপাল মেডিকেল অফিসার
- পদসংখ্যাঃ ০২ (দুই) টি
- যোগ্যতাঃ নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী (ডিপ্লোমা/এমএসসি/এমফিল/পিএইচডি) অথবা সমমানের এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা।
- বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/- (গ্রেড-৪র্থ)
২. পদের নামঃ সিনিয়র মেডিকেল অফিসার
- পদসংখ্যাঃ ০৪ (চার) টি
- যোগ্যতাঃ নিউক্লিয়ার মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী (ডিপ্লোমা/এমএসসি/এমফিল/পিএইচডি) অথবা সমমানের ০২(দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
- বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬ষ্ঠ)
৩. পদের নামঃ সিনিয়র সায়েন্টিফিক অফিসার
- পদসংখ্যাঃ ০৩ (তিন) টি
- যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ এমএসসি অথবা এমফিল ডিগ্রীসহ ২ বছরের অভিজ্ঞতা অথবা এমএসসি বা সমমানের ডিগ্রীসহ ৪ বছরের অভিজ্ঞতা।
- বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬ষ্ঠ)
৪. পদের নামঃ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- পদসংখ্যাঃ ০৭ (দুই) টি
- যোগ্যতাঃ সিভিল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।
- বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)
৫. পদের নামঃ জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার
- পদসংখ্যাঃ ০১ (দুই) টি
- যোগ্যতাঃ পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর এমএসসি বা দ্বিতীয় শ্রেণীর এমএসসি-তে ০২(দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
- বেতন স্কেলঃ ১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)
৬. পদের নামঃ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-১
- পদসংখ্যাঃ ০৩ (তিন) টি
- যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারিত ফলাফলসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী।
- বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০/- (গ্রেড-১১)
৭. পদের নামঃ টেকনিশিয়ান-১
- পদসংখ্যাঃ ০২ (দুই) টি
- যোগ্যতাঃ বিএসসি ডিগ্রী (পদার্থবিজ্ঞান) অথবা ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এইচএসসি (বিজ্ঞান)।
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)
৮. পদের নামঃ একাউন্টস অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যাঃ ০২ (দুই) টি
- যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী।
- বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)
৯. পদের নামঃ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-২
- পদসংখ্যাঃ ০৫ (পাঁচ) টি
- যোগ্যতাঃ ন্যূনতম ০২ বৎসর অভিজ্ঞতাসহ বিএসসি (পাস) ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
- বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
১০. পদের নামঃ টেকনিশিয়ান-২
- পদসংখ্যাঃ ০৫ (পাঁচ) টি
- যোগ্যতাঃ এইচএসসি (বিজ্ঞান) অথবা ন্যূনতম ০৬ মাসের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ এসএসসি (বিজ্ঞান)।
- বেতন স্কেলঃ ৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)
১১. পদের নামঃ অফিস অ্যাসিস্ট্যান্ট কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যাঃ ০৭ (সাত) টি
- যোগ্যতাঃ এইচএসসি পাসসহ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের টাইপিং গতি।
- বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী
১. বয়সসীমা: ২৪/০৮/২০২৫ তারিখে ক্রমিক নং ১-৩ এর জন্য সর্বোচ্চ ৩৫ বছর এবং ক্রমিক নং ৪-১১ এর জন্য ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩. নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৫. লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অনলাইন জব পোর্টাল http://baec.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি জমাদান পদ্ধতি:
অনলাইনে আবেদন ফরম পূরণের পর ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
- ক্রমিক নং ১-৩ পদের জন্য: পরীক্ষার ফি ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৭২ টাকা সহ মোট ৬৭২ টাকা।
- ক্রমিক নং ৪-১১ পদের জন্য: পরীক্ষার ফি ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকা সহ মোট ৫৬০ টাকা।
ফি জমা দেওয়ার জন্য নিচের SMS পদ্ধতি অনুসরণ করুন:
প্রথম SMS: BAEC <space> User ID
লিখে 16222 নম্বরে পাঠান।
Example:
BAEC ABCDEF
দ্বিতীয় SMS: BAEC <space> Yes <space> PIN
লিখে 16222 নম্বরে পাঠান।
Example:
BAEC YES 123456789
সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন SMS পাবেন যেখানে User ID ও Password উল্লেখ থাকবে। এটি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করুন।
প্রবেশপত্র:
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://baec.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ:
যেকোনো সমস্যায় টেলিটক নম্বর থেকে ১২১-এ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা।
Leave a Reply